ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু হাদি মিশরের শারম আল শেখে আরব লীগের শীর্ষ বৈঠকে হুথি বিদ্রোহীদেরকে ইরানের পুতুল বলে অভিহিত করেছেন।
ইরান সমর্থিত বিদ্রোহীদের কথা উল্লেখ করে তিনি বলেন , তাঁর কথায় , “ ইরানের এই পুতুলদের বলছি তোমরা তোমাদের রাজনৈতিক অপরিপক্বতার কারণে ইয়েমেনকে ধ্বংস করছো । ইরান অবশ্য হুথিদের অর্থায়ন এবং প্রশিক্ষণ দেওয়ার কথা অস্বীকার করেছে।
এ দিকে সৌদি আরব বলছে যে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযান শুরু করার আগে তাদের নৌ বাহিনী ইয়েমেনে দক্ষিণের শহর এডেন থেকে ৮৬ জন বিদেশী কুটনীতিককে অন্যত্র সরিয়ে নিয়েছে। শনিবার তৃতীয় দিনের মতো জঙ্গি বিমান সেখানে আক্রমণ অব্যাহত রেখেছে।
এডেনের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপুর্ণ । শহরটি বিদ্রোহীদের দখলে রয়েছে।
এই শীর্ষ বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কী মুন বলেছেন যে ইয়েমেনে দীর্ঘ মেয়াদি সংঘাত বন্ধের এক মাত্র উপায় হচ্ছে , জাতিসংঘের উদ্যোগে আপোষ আলোচনা।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি , আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলার লক্ষে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠনের বিষয়টি সমর্থনের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।