অ্যাকসেসিবিলিটি লিংক

সোনিয়া হক নারীদের ওপর সহিংসতা বিষয়ে কাজ করতে আগ্রহি ।


সোনিয়া হক
সোনিয়া হক

সোনিয়া হক ফ্লোরিডায় জন্ম গ্রহন করে-বাংলাদেশি বংশোদ্ভব মা বাবার ঘরে । প্রথমে ফ্লোরিডা য়ুনিভার্সিটতে এবং তার পর এখন পড়াশোনা করছে ওয়াশিংটন ডি সি’র জর্জ ওয়াশিংটন য়ুনিভার্সিটীতে । সোনিয়া পড়ছে মাস্টার্স ডিগ্রি লাভের লক্ষ নিয়ে পাবলিক সার্ভিস বিষয়ে । সোনিয়া চায় লেখাপড়া শেষে কোনো অ-সরকারী এন জি ও সংস্থায় কাজ করতে , নারী সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে - বিশেষ করে নারীদের বিরুদ্ধে চালিত সহিংসতা নিয়ে সে এখনই কিছু কিছু কাজ করছে বাংলাদেশি ও দক্ষিন এশিয়া বংশোদ্ভব নারীদের নিয়ে , ভবিষ্যতেও সে তাই করতে আগ্রহি । সোনিয়া ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এক টেলিফোন সাক্ষাতআকারে সরকার কবীরূদ্দীনকে জানায় সে বাংলা শিখেছে ছোবেলা থেকেই মা বাবার কাছ থেকে , তার পরিচিত বাংলাদেশি পড়শি , বন্ধুবান্ধবদের কাছ থেকে ।

XS
SM
MD
LG