অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিল থেকে আমদানি করা দুই লক্ষ টন গম মানুষের খাওয়ার উপযোগী বলে দাবি-


ব্রাজিল থেকে আমদানি করা দুই লক্ষ টন গম মানুষের খাওয়ার উপযোগী বলে দাবি করে উচ্চ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে সরকারের খাদ্য বিভাগ। আমদানি করা গম নিম্নমানের এবং মানুষের খাওয়ার আনুপযোগি এমন অভিযোগের ভিত্তিতে আইনজীবী পাভেল মিয়ার দায়ের কারা এক রিট আবেদনের পর গত ৩০শে জুন আদালতের দেয়া নির্দেশে অনুযায়ী খাদ্য বিভাগ হাইকোর্টের সংশ্লিট বেঞ্চে রোববার এই প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদন জমা দেয়ার পর সংক্ষিপ্ত শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, খাদ্য বিভাগ বলছে, এই গম খাওয়ার উপযোগী অথচ যেসব পরীক্ষাগারের প্রতিবেদন এতে সংযুক্ত করা হয়েছে তাতে কোথাও এই গম খাওয়ার উপযোগী বলা হয়নি। তিনি বলেনপরীক্ষাগারের প্রতিবেদনেই বলা হয়েছে, চুক্তি অনুযায়ী গম আসেনি, যে গমের নমুনা দেখানোহয়েছিল পরে সে গম পাঠানো হয়নি এবং এসব প্রতিবেদনেই বলা আছে, এগুলো দানা ভাঙা, ওজন কম।কিন্তু খাওয়ার উপযোগী কি না সেটা কোথাও বলা হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন এই প্রতিবেদন অসম্পূর্ণ। পরে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আদালত ৮ জুলাই দিন ধার্য করেন।

জহুরুল আলম
ঢ।কা, বাংলাদেশ।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG