অ্যাকসেসিবিলিটি লিংক

ময়মনসিংহ শহরে যাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২৫ জন নিহত


ময়মনসিংহ শহরে যাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ বলছে। তবে প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা বলছেন, ঘটনা ঘটার পর পরই ও পুলিশ ঘটনাস্থলে পৌছার আগে নিহতদের কোনো কোনো আত্মীয়স্বজন কিছু মরদেহ নিয়ে গেছেন বলে মৃতের প্রকৃত সংখ্যা বেশী হতে পারে। স্থানীয় পুলিশ প্রধান কিছু মরদেহ নিয়ে যাওয়ার কথা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতদের সবাই দরিদ্র জনগোষ্ঠীর নারী এবং শিশু। ময়মনসিংহ শহরে একটি তামাক ও জর্দা তৈরির প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে যাকাতের কাপড় দেয়া হবে এই খবর পেয়ে ভোর রাত থেকে অনেক নারী জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বেড়ে যায়। ঘটনার জন্য তামাক ও জর্দা কোম্পানীর মালিকসহ ৭ জনকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। পুলিশ বলছে, যাকাত দেয়ার কথা আগে-ভাগে তাদের জানানো হয়নি। ঘটনা তদন্তে তিনটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন ঘটনায় শোক প্রকাশ করেছেন।...ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG