অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীস্মমন্ডলীয় ঝড় 'জেটা''র আঘাতে ৬জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়-ক্ষতি 


গ্রীস্মমন্ডলীয় ঝড় 'জেটা''র আঘাতে ভার্জিনিয়া ও উত্তর কারোলাইনার উপকূলীয় এলাকায় ৬ জনের মৃত্যু হয়েছেI ঘন্টায় ৫৩ মেইল বেগে এই ঝড়, বিস্তীর্ণ মধ্য আটলান্টিক রাজ্যগুলিতে ব্যাপক ধ্বংসের স্বাক্ষর রেখে যায়I

'ক্যাটেগরি ২' ঘূর্ণিঝড়,'জেটা' ঘন্টায় ১০৯ মাইল বেগে প্রথমে লুইজিয়ানার নিউ অর্লিয়ান্সে আঘাত হানে, এবং পরে তা ঝড়ে রূপ নেয়I এর প্রভাবে উত্তর ভার্জিনিয়া ও সংলগ্ন ওয়াশিংটন ডিসিতে প্রায় ৩ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হতে পারেI 'পাওয়ার আউটেজ ওয়েবসাইট' এ জানানো হয় যে জর্জিয়ায় ৪ লক্ষ, আলাবামায় ৪ লক্ষের অধিক এবং লুইজিয়ানার ৪,৪৪,০০০ বসত-বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেI

XS
SM
MD
LG