অ্যাকসেসিবিলিটি লিংক

১৪টি দেশে যেখানে জিকা ভাইনরাস রয়েছে সেখানে গর্ভবর্তী নারীদেরকে না যাওয়ার পরামর্শ


ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান কয়েকটি দেশের নারীদেরকে মশাবাহিত মারাত্মক ভাইরাস জিকা থেকে সাবধান থাকার জন্যে গর্ভবতী না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

জিকা ভাইরাস গর্ভের শিশুর মারাত্মক ক্ষতি করে বলে এ পরামর্শ দেওয়া হয়েছে। তবে নারী সংগঠনসমূহের প্রতিনিধিরা এই পরামর্শকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন।

কলাম্বিয়া এল সালভাদর এবং জ্যামাইকার নারীদেরকে বলা হয়েছে ব্রাজিল থেকে আসা জিকা ভাইরাস গর্ভের শিশুর মস্তিস্কে ভয়ানক ক্ষতি করে।

এই সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা মশাবাহিত জিকা ভাইরাস সম্পর্কে নারীদেরকে সতর্ক করেন। The Centers for Disease Control and Prevention বলেছে মশার কামড়ে হওয়া এই ভাইরাসের কোনো ওষুধ এখনো আবিস্কার হয়নি।

ল্যাটিন আমেরিকার ১৪টি দেশে যেখানে জিকার সংক্রমন হতে পারে সেসব স্থানে গর্ভবর্তী নারীদেরকে ভ্রমনে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

XS
SM
MD
LG