ঢাকা বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে সংযুক্ত আরব-আমিরাত। আমিরাতের কাছ থেকে সম্মতি না আসায় অনেকদিন ধরে অচলাবস্থা চলছিল। প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি দেশে এসে কর্মস্থলে ফিরতে পারছিলেন না। বুধবার দুপুরে ঢাকায় সংযুক্ত আরব- আমিরাতের দূতাবাসের এক চিঠিতে এই সম্মতির কথা জানা যায়।এর পরপরই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
গত আগস্টে আমিরাত সেদেশে যেতে যাত্রার ৬ ঘণ্টা আগে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্ত আরোপ করে। এরপর ১৫ই সেপ্টেম্বর ৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে আরটি-পিসিআর পরীক্ষাগার বসাতে দায়িত্ব দেয়া হয়।
এর আগে গত ৬ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন।