সম্প্রতি বিশ্বব্যাংকের একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে।
আগামী দু’টি আর্থিক বছরেও ভারতের অর্থনীতি দুর্বার গতিতেই এগোবে বলে বিশ্বব্যাংকের ধারণা। আগামী দু’টি অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৫ শতাংশ হবে বলে বিশ্বব্যাংকের ভবিষ্যদ্বাণী। প্রসঙ্গত বলা যেতে পারে বছরটা দেশের লোকসভা ভোটের বছর। তথ্যভিজ্ঞ মহলের অভিমত এই রিপোর্ট নিঃসন্দেহ শাসক দলকে খুশি করেছে। নোটবন্দি ও জিএসটি নিয়ে গত দু’বছর ধরে কার্যত জেরবার কেন্দ্রের সরকার । এই দুইয়ের জেরেই অর্থনীতিতে যে মন্দাভাব দেখা দিয়েছে, তা নিয়ে কোনও মহলেই কোনও সংশয় নেই। তবে বিশ্বব্যাংকের রিপোর্টে আশাপ্রকাশ করা হয়েছে, নোটবন্দি ও জিএসটি’র নেতিবাচক প্রভাব ভারত কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।