অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের মহাকাশযানের চাঁদের দূরবর্তী স্থানে সফল অবতরণ


চীনের একটি মহাকাশযান চাঁদের দূরবর্তী স্থানে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে।

চীনের একটি মহাকাশযান চাঁদের দূরবর্তী স্থানে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে।

চীনের টেলিভিশনে বলা হয় চেঞ্জ-৪ নামক এ যান দক্ষিন চীনের ঝিচ্যাং Satellite Launch Center থেকে উড্ডয়নের এক সপ্তাহ পর চাঁদে অবতরণ করে।

অবতরনের পরপরই চেঞ্জ-৪ চাঁদের ছবি পাঠায়। পৃথিবী থেকে ৪ লাখ ৫৫ হাজার কালোমিটার দূরে থেকে চেঞ্জ ৪ যোগাযোগ থাকবে।

XS
SM
MD
LG