অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প ডেনমার্ক সফর বাতিল করায় সে দেশের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন


Denmark's Prime Minister Mette Frederiksen addresses the media regarding U.S. President Donald Trump's cancellation of his visit to Denmark, in Copenhagen, Denmark, August 21, 2019. Ritzau Scanpix/Mads Claus Rasmussen via REUTERS
Denmark's Prime Minister Mette Frederiksen addresses the media regarding U.S. President Donald Trump's cancellation of his visit to Denmark, in Copenhagen, Denmark, August 21, 2019. Ritzau Scanpix/Mads Claus Rasmussen via REUTERS

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বুধবার বলেছেন তিনি খুব অবাক হয়ে গেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আকস্মিক ভাবে ডেনমার্কে তাঁর নির্ধারিত সফর বাতিল করেছেন। এর আগে ডেনিশ রাজ্যের অন্তর্ভুক্ত গ্রীনল্যান্ড কেনার যে আগ্রহ প্রেসিডেন্ট দেখিয়ে ছিলেন, ডেনমার্কের প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করেন।

প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন, কোপেনহেগেনে সাংবাদিকদের বলেন যে তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন প্রেসিডেন্টের সফরের জন্য এবং তাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে।

সেপ্টেম্বরের ২/৩ তারিখের নির্ধারিত ডেনমার্ক সফর ট্রাম্প মঙ্গলবার রাতে বাতিল করে দেন। কিন্তু তিনি বলেন ডেনমার্ক বিশেষ একটি দেশ এবং সে দেশের জনগন অসাধারণ।

ট্রাম্প সম্প্রতি ডেনমার্কের কাছ থেকে গ্রীনল্যান্ড কেনার বিষয়টি উত্থাপন করেন। কিন্তু ডেনমার্ক এবং গ্রীনল্যান্ড এর কর্মকর্তারা তাৎক্ষনিক জবাব দেন যে ওই দ্বীপটি কখনই বিক্রী করা হবে না।

XS
SM
MD
LG