অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো বিক্রি অথবা হস্তান্তর করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি উচ্চ আদালত। 

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো বিক্রি অথবা হস্তান্তর করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি উচ্চ আদালত।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ভার্চুয়াল বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট আবেদনর ওপর শুনানি শেষে এই আদেশ দিয়ে একইসঙ্গে সেই সময়কার কি পরিমাণ অস্ত্র রয়েছে ও সেগুলো কি অবস্থায় আছে তা আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলেছে। এ ছাড়াও আদালত মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রি বা হস্তান্তর কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসকল অস্ত্র সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা সরকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোর কাছে জানতে চেয়ে রুল জারি করেছে।

এদিকে, হাইকোর্টের অপর একটি বেঞ্চ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দী ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে মঙ্গলবার জামিন দিয়েছে। তবে কাজলের আইনজীবীরা জানিয়েছে জামিন পেলেও একই আইনে তার বিরুদ্ধে ঢাকার হাজারিবাগ ও কামরাঙির চর থানায় আরও দুইটি মামলা বিচারাধীন থাকায় কারাগার থেকে তিনি বের হতে পারছেন না।

উল্লেখ্য গত ৯ই মার্চ ঢাকার শেরেবাংলা নগর থানায় মাগুরা-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান ডিজিটাল নিরাপত্তা আইনে কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পরের দিন তিনি নিখোঁজ হন। এর প্রায় দুই মাস পর তেশরা মে বেনাপোল সীমান্ত থেকে তাকে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করার পর থেকেই তিনি জেলে আছেন।

please wait

No media source currently available

0:00 0:01:40 0:00



XS
SM
MD
LG