অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের অর্থমন্ত্রী কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.১৭ শতাংশ করার ঘোষণা করেছেন


India
India

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শুক্রবার কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.১৭ শতাংশ করার ঘোষণা করেছেন। নির্মলার সীতারামন এই ঘোষণার পর দেশের খানিক পিছিয়ে পড়া শেয়ার বাজারও বেশ চাঙ্গা। সেনসেক্স বেড়েছে এক ধাক্কায় ২ হাজার পয়েন্ট। বাজার উর্ধ্বমুখী দেখে বোঝা যাচ্ছে ভরসা পাচ্ছেন লগ্নীকারীরা। এমতাবস্থায় অর্থমন্ত্রীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই ঘোষণার পরই প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঐতিহাসিক। মেক ইন ইন্ডিয়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সিদ্ধান্ত।” নরেন্দ্র মোদীর কথায়, বিদেশি লগ্নিকারীদের আকৃষ্ট করবে বিনিয়োগ করতে। বেসরকারি সংস্থাগুলিতে প্রতিযোগিতা এবং কর্মসংস্থান বাড়বে। যা ১৩০ কোটি দেশবাসীকে জয়ের লক্ষ্যে নিয়ে যাবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, গত কয়েক সপ্তাহ ধরে একাধিক ঘোষণায় স্পষ্ট সরকার আর্থিক মন্দা কাটাতে চেষ্টার ত্রুটি রাখছে না। প্রধানমন্ত্রীর দাবি, এই ঘোষণায় সমাজের বিভিন্ন স্তরে উন্নতি এবং সমৃদ্ধি হবে যা ৫ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে পৌঁছতে সহয়তা করবে।প্রসঙ্গত বলা যেতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর প্রথম বাজেট পেশ করে শেষ পর্যন্ত অনেক সিদ্ধান্তে পরিবর্তিত সময়ে পিছু হটতে হয়েছে। আজ শুক্রবার, কর্পোরেট কর কমিয়ে ফের সেই পথেই হাঁটলেন নির্মলা সীতারামন। গোয়ায় সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রীর ঘোষণা, দেশীয় কোম্পানি ক্ষেত্রে কর্পোরেট কর ৩৫ শতাংশ কমিয়ে ২৫.১৭ শতাংশে নিয়ে আসা হবে। এর মধ্যে সারচার্জ এবং সেস যুক্ত রয়েছে। এই অর্থবর্ষ থেকে কার্যকর হবে বলে জানান সীতারামন।

XS
SM
MD
LG