VOA 60

Your browser doesn’t support HTML5

আমেরিকার সামরিক বাহিনীর এক মানষিক রোগের চিকিতসকের বিরুদ্ধে গণহত্যার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। আমেরিকা্য় জন্ম গ্রহণকারী মুসলমান মেজর নিদাল হাসা্নের বিরুদ্ধে ২০০৯ সালে ট্যাক্সাসের ফোর্ট হুড সেনানিবাসে ১৩ জন সেনাকে হত্যা এবং আর ৩১ জনকে আহত করার অভিযোগ করা হয়। সরকার আনিত মামলার বিরুদ্ধে তিনি নিজেকে নির্দোষ সাব্যস্ত করা চেষ্টা করেননি। তিনি বলেন, তার কথায় “ইসলামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ” বন্ধ করার চেষ্টায় তিনি সেনাদের ওপরে গুলি চালান।