যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠতরো এবং ব্যাপকতরো হয়েছে - নিশা দেশাই বিসওয়াল

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারী অব স্টেট নিশা দেশাই বিসওয়াল ভয়েস অব আমেরিকাকে সাথে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক গত কয়েক বছরে ঘনিষ্ঠতরো এবং ব্যাপকতরো হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত নভেম্বর মাসে তাঁর বাংলাদেশ সফরের পর থেকে এ নাগাদ দেশটির রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশ সরকার, অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। তাঁর সাক্ষাৎকারটি নিয়েছেন আহসানুল হক।

Your browser doesn’t support HTML5

শুনুন নিশা বিসওয়ালের সাক্ষাৎকার