ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধির বক্তব্য নিয়ে সেলিম হোসেনের রিপোর্ট

Dr. Maleeha Lodhi

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত মালিহা লোধি বহুবিধ মিডিয়া কর্পোরেশন জং-জিওর আন্তর্জাতিক বিষয়ের উপদেষ্টা। তিনি দুবার যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ১১ই এপ্রিল শুক্রবার, ওয়াশিংটন ডিসির জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অ্যাডভান্সড স্টাডিজ আয়োজিত “২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার পরবর্তী পাকিস্তান, আফগানিস্তান এবং আঞ্চলিক অবস্থা” শীর্ষক এক গোল টেবিলে মালিহা লোধি বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী সেলিম হোসেন। এখন শুনুন মিজ লোধির বক্তব্যের ওপর ভিত্তি করে সেলিম হোসেনের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

maliha lodhi