ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতাদের রিপোর্ট
বাংলাদেশে হাইকোর্ট, নারায়ণগঞ্জে সাতজনের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। ওদিকে প্রখ্যাত আইনবিদ ডঃ কামাল হোসেন, নারায়ণগঞ্জে এক আইনজীবি সমাবেশে বলেছেন যে, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই ঘটনায় জড়িত কাউকেই কোন ছাড় দেওয়া হবে না।
এ সম্পর্কে ঢাকা থেকে সংবাদদাতা আমীর খসরুর রিপোর্ট
Your browser doesn’t support HTML5
ak report
ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী BSF-এর গুলিতে জনী ইসলাম নামের এক বাংলাদেশি নাগরীক নিহত হয়েছেন বলে জানাচ্ছেন ঢাকা থেকে সংবাদদাতা মতিয়ুর রহমান চৌধুরী।
Your browser doesn’t support HTML5
mrc
বাংলাদেশের একটি উচ্চ আদালত দেশের জেলা প্রশাসনগুলোকে- খাল,খেলার মাঠ ও পার্কসমুহ রক্ষার নির্দেশ দেবার জন্যে সরকারের প্রতি আদেশ জারি করেছে- জানাচ্ছেন ঢাকা থেকে জহূরূল আলম।