ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতাদের রিপোর্ট
নারায়নগজ্ঞের সাত খুনের ঘটনায় অবসরে পাঠানো র্যাবের তিন সেনা কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন-কাগজপত্র হাতে পেলেই তাঁরা ব্যবস্থা নেবেন।ওদিকে চাঁদপুরে দু’জনকে গুম করার জন্যে র্যাবকে দায়ি করেছেন তাঁদের স্বজনেরা। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
Your browser doesn’t support HTML5
ak murder
ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়ার জন্যে পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সরাসরি দায়ি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।
Your browser doesn’t support HTML5
hasina
বাংলাদেশে, সরকার পক্ষ,জাতীয় পার্টীর সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বারের বিরূদ্ধে ১৯ শ’ একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধি অপরাধের পাঁচটি পৃথক অভিযোগ আদালতে পেশ করেছে।জানাচ্ছেন ঢাকা থেকে জহূরুল আলম।
Your browser doesn’t support HTML5
za
চট্রগ্রামে ভুমিধসের আশংকায়,ঝূঁকিপূর্ণ দুটি পাহাড়ি এলাকায় বসবাসকারিদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার আদেশ দিয়েছে কতৃপক্ষ।জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ।