ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতাদের রিপোর্ট

বাংলাদেশে পাহাড়ি ঢল ও অতি বর্ষনে দেশের উত্তর ও পু্র্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

mrc

বাংলাদেশে দু’ হাজার পাঁচ সালে ইসলামি জঙ্গি সংগঠন জে এম বি দেশজুড়ে একযোগে পাঁচ শ’ বোমা হামলার ঘটনা ঘটানোর পরে,নানা কার্যক্রমেও বন্ধ হয়নি ঐ জঙ্গি সংগঠনটির তত্পরতা-দেশে বর্তমানে চল্লিশ’টির মতো জঙ্গি সংগঠন রয়েছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন এবং সংশ্লিষ্টদেরও ধারণা তাই।এর ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।

Your browser doesn’t support HTML5

amir news

বাংলাদেশে,নিরাপত্তা বিশ্লেষক জেনারেল মুনিরুজ্জামান মনে করেন জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে বলে সরকার যা বলছে এবং দাবি করছে,তার বাস্তব কোনো ভিত্তি নেই-পরিস্থিতি বরং আগের চেয়ে বেশি জটিল হয়েছে।ভয়েস অফ এ্যামেরিকাকে তিনি বলেন- দলিয় নয়-বরং জাতিয় ঐক্যমত্যের ভিত্তিতেই জঙ্গিবাদ দমনে কার্যক্রম-পদক্ষেপ এবং অন্যান্য বিষয়াদি গ্রহন করতে হবে।রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।

Your browser doesn’t support HTML5

amir ww