দিন-মাস-বছর কিংবা ঘন্টা-মিনিট-সেকেন্ড কিভাবে সৃষ্টি হলো, সে বিষয়ে ভয়েস অব আমেরিকার প্রবন্ধ

আপনি নিশ্চয় ঘড়ি দেখতে জানেন? তাহলেতো আপনি জানেন, এখন সময় কতো। কিন্তু ‘সময়’ বিষয়টি আসলে কি, কেউ কি তা জানেন? দেখা যায় না, শোনা যায় না, ষ্পর্শ করা যায় না; কি এই সময়? শুধু বয়েই যায় অবিরত। সময় কি? দিন-মাস-বছর কিংবা ঘন্টা-মিনিট-সেকেন্ড কিভাবে সৃষ্টি হলো, সে বিষয়ে ভয়েস অব আমেরিকার মেরিলিন ক্রিস্টিয়ানোর প্রবন্ধ অবলম্বনে শুনুন সেলিম হোসেনের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

SELIM