বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশিদা কে চৌধুরীর সাক্ষাত্কার

১৯৭৪ সালে জাতিসংঘের সদস্য পদ লাভের আগে থেকেই বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনে উল্লেখেযোগ্য ভূমিকা রেখেছে।জাতিসংঘের উদ্যোগে গৃহিত অনেক আন্তর্জাতিক চুক্তি ও মানবাধিকার সনদের সাক্ষরদাতা ও অনুসমর্থনকারী রাষ্ট্র এই বাংলাদেশ।সম্প্রতি বাংলাদেশ,UN-Women Executive Board-এর ভাইস প্রেসেিডেন্ট নির্বাচিত হয়েছে।বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশিদা কে চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তাহিরা কিবারিয়া।

Your browser doesn’t support HTML5

tahira rashida