ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতাদের রিপোর্ট

বাংলাদেশে জাতীয় সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার লক্ষে জাতীয় সংলাপের জন্যে তাগিদ দিয়ে নাগরীক সমাজের প্রতিনিধিরা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের কাছে চিঠি দিয়েছেন বলে জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

mrc news

ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক গবষেনা প্রতিষ্ঠান International Crises Group -ICG বলেছে বাংলাদেশের রাজনৈতিক সংকট পরিস্থিতি দ্রুত গুরুতর পরিস্থিতির দিকে এগোচ্ছে, যা দেশটির অস্থিতিশীলতাকে আরো গভীরতর করছে- জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

za icg

আজকের নিউ ইয়র্ক টাইমস পত্রিকার মতামত সম্পাদকীয়তে লেখা এক নিবন্ধে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং সম্প্রতি নিযুক্ত সূপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সূরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে যে লিখন চিত্র তুলে ধরেছেন লেখিকা-নৃবিজ্ঞানী, A Golden Age-এর গ্রন্থকার তাহমীমা আনাম তারই বিবরণ পাঠিয়েছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী তাঁর এই প্রতিবেদনটিতে ।

Your browser doesn’t support HTML5

mrc ww

বাংলাদেশ থেকে স্বল্প খরচে শ্রমিক নেওয়া আবার শুরু করবে সৌদি আরব। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।

Your browser doesn’t support HTML5

ak news

সৌদি আরবে আবার যে বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু হবে, সে খবর নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-প্রবাস কর্ম সংস্থান ও অভিবাসন বিষয়ের বিশেষজ্ঞ ডক্টর তাসনীম সিদ্দিকীর সঙ্গে কথা বলে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমির খসরু।

Your browser doesn’t support HTML5

ak ww