ছিঁটমহল বিনিময় বাস্তবায়ন : ভারত থেকে প্রতিবেদন

১৯৪৭ সালের পর ভারত বাসীর চোখ যেন আজ নতুন করে তাকিয়ে রয়েছে রাজ্যের কোচবিহার জেলার সীমান্ত সংলগ্ন ছিটমহল বাসীদের দিকে।

আজ রাত বারোটা তেই কার্যকর হতে চলেছে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি.....যার ফলে ভারতের সংগে মিশে যাবে 51টি ছিটমহলের বাংলাদেশি জমি। নাগরিকত্ব পাওয়ার আনন্দে আত্মহারা ছিটমহলবাসীরা। সময়ের সন্ধিক্ষণকে ঐতিহাসিক করে তুলতে উদযাপণ অনুষ্ঠাণের প্রস্তুতিও শেষ.....রাত ৮ টা থেকেই শুরু হয়ে গেছে উদযাপন অনুষ্ঠান। আর রাত 12 টা বাজতেই ছিটমহলের আকাশ আলোকিত হয়ে উঠবে আতস বাজির রোশনাইয়ে।

ছিট মহলের পথঘাট আলোকিত হবে শয়ে শয়ে মশাল মিছিলের আবহে। গোটা দেশের সংবাদ মাধ্যম মুখিয়ে রয়েছে আগামী কালের খবরের শিরোণামে তুলে ধরতে রাত বারোটার ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ কে ।উপস্থিত দেশ ও রাজ্যের বিশিষ্ট জনেরাও।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট