দক্ষিণবঙ্গের ২৬ হাজার বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিয়েছে সরকারি আশ্রয় শিবিরে

বর্ষার অর্ধেক সময়ও কাটতে না কাটতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার ২৬ হাজার বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সরকারি আশ্রয় শিবিরে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের হুঁশিয়ারি, শুক্র ও শনিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতেই জল থৈ থৈ দক্ষিণবঙ্গ। এখন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনায় রাজ্যবাসী ভয়ে সিঁটিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বন্যার আশঙ্কায় তাঁর লন্ডন সফর কাটছাঁট করে এক দিন আগেই ফিরে এসেছেন। সব দপ্তরকে মুখ্যমন্ত্রী বন্যা মোকাবিলায় সতর্ক করে দিয়েছেন। দামোদর, ময়ুরাক্ষী ও কংসাবতী নদীগুলির জলোচ্ছ্বাসে সেগুলির ওপরকার জলাধারগুলি ইতিমধ্যেই টইটম্বুর। অতি বর্ষণে উপত্যকা এলাকা থেকে নতুন করে জল ঢোকা শুরু করায় এ বার যে নদীগুলি কূল ছাপাবে, তাতে আর সন্দেহ নেই। বর্ষার প্রথম দু মাস কাটতে না কাটতে এমন পরিস্থিতি। বাকি দু মাসে পরিস্থিতি যে কি দাঁড়াবে, সেটাই উদ্বেগের কথা।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট।