নিজেই পদত্যাগপত্র জমা দেবেন - বললেন আব্দুল লতিফ সিদ্দিকী

হজ, তাবলীগ জামাতসহ ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় মন্ত্রীত্ব পদ থেকে বরখাস্ত আবদুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পরে সংসদ সদস্য পদ হারানো ঠেকাতে আইনি লড়াই না করার ঘোষণা দিয়ে বলেছেন, তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেবেন। সংসদ সদস্য পদ প্রশ্নে রোববার নির্বাচন কমিশনে শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে তিনি পদত্যাগ করার কথা জানিয়ে শুনানি না করার অনুরোধ জানান। এর ঠিক পর পরই লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, তার ভাষায়, যেহেতু আমাকে আইনি লড়াই না করতে বলা হয়েছে, আমার নেত্রী চান না আমি সংসদে থাকি। তাই আমিই পদত্যাগ করবো।
নির্বাচন কমিশন পদত্যাগের জন্য ১৫ দিনের সময় বেধে দিয়ে বলেছে, পদত্যাগ করলে পরবর্তী শুনানির প্রয়োজন হবে না। গত বছরের সেপ্টেম্বরে লতিফ সিদ্দিকী তার মন্ত্রীত্ব পদ হারিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

amir latif