আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে শনিবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সড়ক অবরোধ করে মিছিল সমাবেশ করেছে। ঢাকায় মানববন্ধনও করেছে শিক্ষার্থীরা। ৮৩টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ লাখ ছাত্রছাত্রী ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মালিকরা সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দেবেন এমন ব্যাখ্যা দেয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কারণ শিক্ষার্থীরা মনে করে আখেরে তাদেরকেই ভ্যাট দিতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তারা বলেছে, মন্ত্রী একবার বললেন এবার ছাত্রছাত্রীদের কোন ভ্যাট দিতে হবে না। পরে আবার বলেছেন শেষ বিচারে শিক্ষার্থীদের ওপরই পড়বে। এ সম্পর্কে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার আন্দোলনের নেতা তাহরাত লিওন বলেছেন, অর্থমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।


আগামীকাল রোববার শিক্ষার্থীরা ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করেছে। তাহরাত লিওন জানান, পরবর্তী কর্মসূচি কি হবে তাও জানানো হবে কাল। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

Your browser doesn’t support HTML5

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের