সৌদি আরবে হজের সময় ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত ভারতীয়ের সংখ্যা আঠারো

সৌদি আরব সরকার এত দিন জানাচ্ছিল, সেখানে হজের সময় ভিড়ে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ৭৩৯ জন আর তার মধ্যে ভারতীয়ের সংখ্যা ১৮ জন। কিন্তু আসল মৃত্যু সংখ্যা আরও ঢের বেশি। ভারতের বিদেশ মন্ত্রি সুষমা স্বরাজ জানিয়েছেন, মৃত ভারতীয়ের সংখ্যা এখনও পর্যন্ত ৫৮ জন। কিন্তু উদ্বেগের বিষয় হল, এ ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ৭৮ জন ভারতীয়। সৌদি সরকারের হিসেবের বাইরে বিভিন্ন বিদেশি সরকার ও সংবাদ মাধ্যমের হিসেব অনুসারে মোট মৃত অন্তত ১,০৩৬ জন। পদপিষ্ট হয়ে মৃত্যুর কয়েক দিন আগেই ১১ সেপ্টেম্বর সেখানে একটি নির্মীয়মান মসজিদের ক্রেন ভেঙে পড়ে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে ১১ জন ভারতীয়। যত মানুষ এখনও নিখোঁজ, তাদের সকলকে আর জীবিত খুঁজে পাওয়া যাবে কি না, সে উদ্বেগ তো থাকছেই। এঁদের কেউ কেউ মারা গিয়ে থাকলে মৃতের অঙ্ক আরও বাড়বে। হজযাত্রার সঙ্গে প্রাণহানির আশঙ্কা এই ভাবে বেড়েই চলবে, কে তা আগে ভিবেছিল।

Your browser doesn’t support HTML5

gupta haj