VOA 60 Aerica

Your browser doesn’t support HTML5

হিলারী ক্লিন্টন শ্রম মন্ত্রী টমাস পেরেজের কাছ থেকে ও আনুষ্ঠানিক সমর্থন লাভ করলেন। এ সপ্তাহের গোঁড়ার দিকে তিনি ম্যাসেচ্যুসেটসের সেনেটার ছাড়া অন্য সব ডেমোক্রেট মহিলা সেনেটার সমর্থন করলেন। মিস ক্লিন্টনকে সমর্থন দেওয়ার ব্যাপারে সেনেটার এলিজাবেথ ওয়ারেন কোন প্রতিশ্রুতি দেননি।