‘সরকার জোট ভাঙার ষড়যন্ত্র করছে’-অভিযোগ বিএনপির

‘সরকার জোট ভাঙার ষড়যন্ত্র করছে’
সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া। তাই তারা বিরোধী দল ও জোট ভাঙার ষড়যন্ত্র করছে। এই অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে লেবার পার্টির জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বক্তব্য রাখছিলেন। বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী ঐক্যজোটের বের হয়ে যাওয়ার প্রেক্ষাপটে মির্জা ফখরুল এই বক্তব্য দেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ইসলামী ঐক্যজোট পরে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণের কারণে দলীয় কার্যালয়ে পর্যন্ত সভা-সমাবেশ করা যাচ্ছে না। ক্ষমতায় আসার পর থেকে গত কয়েক বছরে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন দেশের মানুষ ও গণতন্ত্রের মহাসঙ্কট চলছে। এ কারণে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য দরকার।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর পাঠানো রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

mrc