তাইওয়ানে ভূ-কম্পন ।

APTOPIX Taiwan Earthquake

শনিবার সকালে তাইওয়ানের দক্ষিনাঞ্চলে ৬.৪ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, টাইনান শহরে বেশ কিছু দালান ধ্বসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্রের জরিপ থেকে বলা হয়েছে মাটির নীচে ১০ কিলোমিটার এবং টাইনান শহরের ৩১ কিলোমিটার দূরে এই ভূ-কম্পন অনুভূত হয়। এই শহরটিতে ২০ লক্ষ্য মানুষের বসবাস। উল্লেখ্য তাইওয়ান দুটি টেকটনিক প্লেট এর সংযোগ স্থলে আবস্থিত হওয়ার কারনে, তা ভূমিকম্পন প্রবণ এলাকা হিসেবে ধরা হয়।