বড় অঙ্কের আর্থিক এবং অন্যান্য প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বিদেশি নাগরিকসহ আটজনের একটি সংঘবদ্ধ চক্রকে শনিবার ঢাকা থেকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নাইজেরিয়ান নাগরিকসহ চক্রটির অন্যান্য সদস্যদের পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন তাদের কাছ থেকে বিভন্ন ব্যাংকের ৬৭টি চেক বই এবং ১৫টি এটিএম কার্ডসহ আর্থিক প্রতারনার জন্য ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আর্থিক প্রতারণার মাধ্যমে চক্রটি এ পর্যন্ত কত টাকা আত্মসাৎ করেছে সে সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। তবে তারা বলেছে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগেও কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা এবং টাকা ও আমেরিকান ডলার জালের অভিযোগে কয়েকজন বিদেশী সহ বেশ কয়েকটি সংঘবদ্ধ আন্তর্জাতিক ও দেশিয় প্রতারক চক্রকে পুলিশ আটক করেছে।
Your browser doesn’t support HTML5
তিন বিদেশি নাগরিকসহ আটজনের একটি সংঘবদ্ধ চক্রকেঢাকা থেকে আটক করেছে পুলিশ