দিল্লী গ্যাস চেম্বার হয়ে উঠেছে

Map showing the location of the Chinese embassy in New Delhi, India

প্রতি বছরেই এই নভেম্বর মাসটায় দিল্লিতে বায়ুদূষণ তুঙ্গে ওঠে। এ বছর এমনই পরিস্থিতি যে শনিবার রাজধানীর সব স্কুল বন্ধ করে দিতে হয়, বাতিল হয়ে যায় ক্রিকেটের রঞ্জিত ট্রফি প্রতিযোগিতার দুটি ম্যাচ। স্বয়ং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন দিল্লী গ্যাস চেম্বার হয়ে উঠেছে। বিচলিত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে সোমবার জরুরি বৈঠক ডেকেছেন দিল্লীর প্রতিবেশী সব রাজ্যের পরিবেশ মন্ত্রীদের। কেননা, বায়ুদূষণের প্রধান কারণ লাগোয়া উত্তর প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় ফসল উঠে যাবার পরে মাঠে পড়ে থাকা খড়ে আগুন লাগিয়ে দেন কৃষকেরা। তার বিপুল ধোঁয়ায় অক্টোবর ও নভেম্বর মাসে শহরের আকাশে ঝুলে থাকে ভারি ধুলিকণায় ভরা বাতাস, কমে যায় দৃশ্যমানতাও। এর ওপর কয়েকদিন আগেই দেওয়ালির সময় বিপুল বাজির দূষিত ধোঁয়াও জমে রয়েছে দিল্লীর আকাশে। আর, সারা বছর ধরেই বাড়ি-ঘর আর মেট্রো রেলের নির্মাণের ধুলো জমে থাকে বাতাসে। এর সমাধান খুঁজে পাওয়া কিন্তু সহজ হবে না।

Your browser doesn’t support HTML5

Gautam Gupta's Report