কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে দেওয়ায় মাথায় হাত মাওবাদীদের

India

কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে দেওয়ায় মাথায় হাত মাওবাদীদের। ছত্তিশগড়ে নকশাল অধ্যুষিত এলাকায় মাওবাদীদের হাতে জমা থাকা শত শত কোটি টাকা খরচ করতে পারছে না তারা। রাজ্য পুলিশ মনে করছে, শুধু ছত্তিশ গড়ের বস্তার এলাকাতেই মাওবাদীদের হাতে অন্তত ৭,০০০ কোটি টাকা রয়েছে। কিন্তু বড় নোট বাতিল হয়ে যাওয়ায় সেই টাকা মুহূর্তে অদরকারি কাগজের স্তুপের চেহারা নিয়েছে তাদের কাছে এই নোটের বান্ডিল।

কেন্দ্র নোট বাতিল করার পরেই বস্তারের ব্যাঙ্ক, এটিএম ও অন্যান্য আর্থিক সংস্থায় নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে ছত্তিশগড় পুলিশ। গোয়েন্দারা সতর্ক করছেন, নোট বাতিলের জেরে নকশালরা হামলা চালাতে পারে ব্যাঙ্ক, এটিএম, পোস্ট অফিসের মত আর্থিক প্রতিষ্ঠানে। ফলে রাজ্যের সব জেলায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে কড়াকড়ি করা হচ্ছে নকশাল অধ্যুষিত জেলাগুলিতে।পুলিশ জানিয়েছে, মাওবাদীরা সাধারণ মানুষ ও সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা নজরানা আদায় করে। তারপর গভীর জঙ্গলে লুকিয়ে রাখে সেই টাকা। নিজেদের কার্যকলাপে তা খরচ করে, বিলি করে দলীয় সদস্য ও সমর্থকদের মধ্যে। কিন্তু নোট বাতিল হয়ে যাওয়ায় আচমকা সমস্যায় পড়েছে তারা।

Your browser doesn’t support HTML5

পরমাশীষ ঘোষ রায়