রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এখন অস্থিতিশীল অবস্থা

মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলযোগের কারনে বাংলাদেশ রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় মিয়ানমারের কোন নাগরিক যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, কোস্ট গার্ডসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে বলে তিনি জানান। শনিবার জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত সংস্থা ঈঊএনএইচসিআর রাখাইন রাজ্যে দমন অভিযানের মুখে পালাতে থাকা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে সীমান্ত খোলা রাখার আহ্বান জানানোর একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিলেন। এদিকে, বাংলাদেশের শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন নতুন করে শরণার্থী নেয়ার জন্য বাংলাদেশকে চাপ দেয়ার পরিবর্তে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলোর উচিত রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধের জন্য মিয়ানমারকে শক্ত ভাবে চাপ দেয়া ।কর্মকর্তারা বলছেন বাংলাদেশে বর্তমানে পাঁচ লক্ষাধিক মুসলিম অবস্থান করছে।জহুরল আলমের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলম