প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপী ওয়াটার সামিট - ২০১৬ তে যোগ দিতে রোববার ঢাকা ছেড়েছেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন হাঙ্গেরিতে চার দিনের সফর কালে ওয়াটার সামিটের বিভিন্ন অধিবেশনে যোগদান করা ছাড়াও শেখ হাসিনা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।বৈঠকের পরই কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে বলে উল্লেখ করে কর্মকর্তারা জানান বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে তারা জানান। এদিকে, শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির কারনে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরী অবতরন করেছিল। তবে, মেরামত শেষে ওই বিমানটি হাঙ্গেরির উদ্দেশে আবার যাত্রা করেছে বলে ঢাকায় বিমানের একজন মুখপাত্র জানিয়েছেন ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলম