বঙ্গোপসাগরের সাইক্লোন বিপর্যস্ত করল চেন্নাই-সহ সমগ্র তামিলনাড়ু উপকূল

India

বঙ্গোপসাগরের সাইক্লোন বিপর্যস্ত করল চেন্নাই-সহ সমগ্র তামিলনাড়ু উপকূল। তার দাপটে ভোডাফোন মোবাইল ফোন সংস্থার চেন্নাইতে থাকা সার্ভারটি অচল হয়ে পড়লে কলকাতাতেও ছয় ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় ঐ সংস্থার ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। ঝড়-বৃষ্টিতে দেওয়াল ভেঙে পড়ে চেন্নাইতে ছয় জনের মৃত্যু হয়। কলকাতা-চেন্নাই সাতটি ফ্লাইট উড়তেই পারে নি। কলকাতামুখী চেন্নাই মেল রওনাই হয় নি। করোমণ্ডল এক্সপ্রেসকে চালানো হয় ঘুর পথে। গত শীতে অপ্রত্যাশিত বৃষ্টিতে চেন্নাইতে বন্যা হয়ে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল। এ বারের সাইক্লোনের আগাম হুঁশিয়ারী পেয়ে প্রশাসন সতর্ক ছিল। তাই মৃত্যু এত কম।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট