বড়দিনে কেউ যাতে অভুক্ত না থাকেন সেজন্য বিলাতের মুসলমানদের নেয়া এক উদ্যোগে বিপুল সাড়া মিলেছে। ইতিমধ্যেই এ উদ্যোগে সাড়া দিয়ে মুসলিমরা দান করেছেন ১০ টন খাদ্য। ক্রাইসিস নামক একটি সংস্থা এই খাদ্য পৌঁছে দেবে গৃহহীনদের কাছে। ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম শায়খ আবদুল কাইয়ুম এবং বেসরকারি সংস্থা মুসলিম এইড যৌথভাবে এ উদ্যোগ নেয়। শায়খ আবদুল কাইয়ুম বলেন, অন্যদের সাহায্যের চেষ্টা করা মুসলিমদের ধর্মীয় দায়িত্ব। এ সম্পর্কে ইস্ট লন্ডন মসজিদের ডিরেক্টর দেলোয়ার খান ভয়েস অব আমেরিকাকে বলেন, এ পর্যন্ত সাড়ে সাত হাজার মুসলিম এই আহ্বানে সাড়া দিয়েছেন।গত শুক্রবার জুমার নামাজ শেষে স্বেচ্ছাসেবকদের হাতে মুসলিমরা খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এর মধ্যে রয়েছে চাল, পেস্তা, টিনজাত খাদ্যদ্রব্য। ৯০ ভাগেরও বেশি খাদ্য দেয়া হবে মুসলিম নন এমন মানুষদের হাতে। এ উদ্যোগে সমর্থন জানাতে অন্য ধর্মীয় সম্প্রদায়ের নেতারাও উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন খ্রিশ্চিয়ান রেভারেন্ড গ্যারি ব্রাডলি। তিনি বলেন, মানবতার জন্য অভিন্ন লক্ষ্যে সব ধর্মের মানুষের একত্রে কাজ করার এটি একটি উদাহরণ। প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে বৃটেনে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে শতকরা প্রায় ৩০ ভাগ। যে কোন রাতে বৃটেনের রাস্তায় ঘুমান প্রায় সাড়ে তিন হাজার মানুষ।লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:
Your browser doesn’t support HTML5
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী