শ্রমিক অসন্তোষের মুখে বাংলাদেশে ৫৫টি পোশাক তৈরীর কারখানা বন্ধ

ঢাকার অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলে নুন্যতম মজুরী ১৬,০০০ টাকা করার দাবিতে গত কয়েকদিন যাবত শ্রমিক অসন্তোষের মুখে সেখানকার ৫৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। সোমবার গভীর রাত পর্যন্ত সরকার, বিজিএমইএ এবং শ্রমিক নেতাদের মধ্যে চলা বৈঠকে শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ কয়েকটি দাবি বিবেচনার আশ্বাস সত্ত্বেও ওই সকল কারখানা সমূহের শ্রমিকরা মঙ্গলবার অষ্টম দিনের মত তাদের কাজ বন্ধ রাখে।বর্তমানে পোশাক শ্রমিকদের নুন্যতম মজুরী ৫,৩০০ টাকা। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু কাজ বন্ধ রাখা পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মঙ্গলবার সতর্ক করে দেন। শ্রমিকরা বলছেন বর্তমান জীবন ধারণের মানের সাথে চলতি নুন্যতম মজুরী অসামঞ্জস্যপূর্ণ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট