শান্তিনিকেতনের ছাতিমতলায় পৌষ মেলা উৎসব

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার একশো তিয়াত্তর তম সাংবাৎসরিক উৎসব উপলক্ষে শান্তিনিকেতনের বিশ্বভারতীর ছাতিমতলা প্রাঙ্গণ থেকে সংগীত ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হল এবারের পৌষ মেলা। আজ বাংলার চোদ্দোশো তেইশ সালের সাতই পৌষ তারিখে ভারতীয় সময় সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে স্তব গান মন্ত্রপাঠ ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচিত হয় এবারের পৌষ উৎসব। ছাতিম তলার প্রাঙ্গণে অনুষ্ঠানের পৌরহিত্য করেন বিশ্বভারতীর উপাচার্য্য স্বপন দত্ত, এছাড়াও অংশ নেন বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।ছাতিম তলার উন্মুক্ত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অসংখ্য রবীন্দ্রানুরাগী।মুখরিত হয়ে ওঠে কবিগুরুর সংগীতে ছাতিম তলা প্রাঙ্গন। এবারের পৌষের উৎসব উপলক্ষে পৌষ মেলা অনুষ্ঠিত হবে তিনদিন, আজ থেকে শুরু হয়ে যা চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ।এবারের মেলাতেও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্রানুরাগী ও দেশের সাধারন মানুষ হাজির হয়েছেন।নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছেন রাজ্য প্রশাসন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট