প্রবাসে একটি বাংলাদেশী-অ্যামেরিকান পরিবারের বড়দিন কেমন কাটে

patricia gomez

প্রবাসে একটি বাংলাদেশী-অ্যামেরিকান পরিবারের বড়দিন কেমন কাটে? সে কথাই জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশক ধরে বসবাসরত প্যাট্রিশিয়া শুক্লা গোমেজের কাছে। তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি বললেন, দীর্ঘ প্রতিক্ষীত এই দিনের জন্য আয়োজন শুরু হয়ে যায় আগে থেকেই। রান্না করা হয় মজাদার সব খাবার, পিঠা আর কেক। সবার জন্য কেনা হয় উপহার। নিঃস্ব মানুষের কথাও ভুলে যান না তারা। তাদেরকেও সামিল রাখেন আনন্দ আয়োজনে। পরিবারের সবাই একত্রিত হয়ে যীশুর কথা স্মরণ করেন। যিনি মানুষকে ভালবেসে শান্তি, প্রেম আর সেবার কথা বলে গেছেন। প্যাট্রিশিয়া গোমেজের মতে যীশুর বাণী আজো বড় জরুরি, কারণ দেশে দেশে এখনও চলছে হানাহানি, যুদ্ধ। তাই বিশ্বে শান্তি আসুক, সেটাই তার কামনা। কথোপকথনের শেষে বড়দিনের একটি চমৎকার গান উপহার দিলেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন আহসানুল হক।

বিস্তারিত শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।

Your browser doesn’t support HTML5

Patricia Gomez