ভারতে নোট বাতিলের সমস্যা: রাষ্ট্রপতির মন্তব্য

নোট বাতিল করলে দীর্ঘমেয়াদী সুফল হতে পারে, কিন্তু, প্রথম দিকে এর কারণে আর্থিক উন্নয়নের গতি থমকে যেতে পারে। এমন অভিমত প্রকাশ করে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, এই সময়টায় দুর্দশায় পড়েন গরীব মানুষ। তাই প্রশাসন যেন তাঁদের স্বার্থরক্ষার দিকে নজর দেয়। ও দিকে, ২০১৪ সালের অর্থনীতিতে নোবেলজয়ী ফরাসী অর্থনীতিবিদ জাঁ তিরোল কলকাতায় প্রেসিডেন্সী কলেজের এক অনুষ্ঠানে বলেন, কেবল নোট বাতিল করেই অর্থনীতি থেকে কালো টাকা বিলোপ করা যায় না। এ ছাড়া, নগদহীন বা ক্যাশলেস অর্থনীতির কথা সরকার বললেও সেই লক্ষ্যে ধীরে ধীরে এগোনো উচিত। আর, এই প্রক্রিয়ায় গরীব যেন বিপদে নাপড়েন, সে দিকেও খেয়াল রাখতে হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট