ভারতে নোট বাতিলের জের

যে নভেম্বর মাসে নোট বাতিলের জেরে মার খেয়েছে আবাসন ও গাড়ি শিল্প, সেই নভেম্বরেই ভারতের সামগ্রিক শিল্পোতপাদন বাড়ল ৫.৭%, যা আবার কিনা গত ১৩ মাসে সর্বোচ্চ। কিন্তু, এপ্রিল থেকে নভেম্বরের হিসেব ধরলে দেখা যাচ্ছে, মোট শিল্পোতপাদন বেড়েছিল বটে, কিন্তু নেহাতই ০.৪% হারে। আবার, ঐ নভেম্বরেই মার খেয়েছে আবাসন ও গাড়ি শিল্পের উতপাদন ও বিক্রি। কেন্দ্রীয় সংখ্যাতত্ব দফতরের এই পরস্পবিরোধী হিসেব থেকে এক কথায় কোনও সিদ্ধান্তে পৌঁছনো কঠিন - নোট বাতিল দেশের শিল্প ও অর্থনীতির পক্ষে ভাল হয়েছে, না, মন্দ। তবে. নভেম্বরে শিল্পোতপাদনের চেহারাটা যে নরেন্দ্র মোদি সরকারকে উতফুল্ল করবে, তাতে সন্দেহ কি?

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট