আমাজনকে জোর ধমক বিদেশ মন্ত্রকের

অনলাইনে বাড়িতে এসে যে কোনও সামগ্রী দিয়ে যায় আমাজন। সেই তারাই জোর ধমক খেলো ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে। প্রথমে দেখা গেল, ওদের কানাডা শাখা বিক্রি করছে ভারতের জাতীয় পতাকার রঙের ধরণে পাপোশ। দেখে ধমক লাগান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ক্ষমা চায় ওরা। কিন্তু দু দিন কাটতে না কাটতে সংস্থার আমেরিকান শাখা চটিতে গান্ধীজীর ছবি দিয়ে বিক্রির বিজ্ঞাপন দিল। হস্তক্ষেপ করে বিদেশ মন্ত্রকের তরফে বলে দেওয়া হয়, ভারতীয়দের স্পর্শকাতরতা ও মনোভাবকে সম্মান না দেখালে সংস্থার অধিকারিকদের ভিসা বাতিল করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে কাজ হল। কিন্তু হরিয়ানার রাজ্যের বিজেপি-র স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ মন্তব্য করলেন, টাকার নোটে গান্ধীজীর ছবি থাকার দরুণ অবমূল্যায়ন হয়েছে ভারতীয় টাকার। দেশ জুড়ে হুলুস্থুল পড়ে যেতে বিজেপির তরফে কেবল বলা হল, ওটা দলের মত নয়।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট