বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ-এর ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনে

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনে নির্বিচারে গ্রেফতার, বিচার বহির্ভূত হত্যাকান্ড, রাজনৈতিক প্রতিপক্ষকে গুম ও নিখোজ করে দেয়া, সংবাদ মাধ্যম ও সুশীল সমাজের উপর দমন-পীড়ন ও মতামত প্রকাশে বাধা দেয়ার অভিযোগ উত্থাপন করে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড, দমনপীড়নের বিষয়ে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন শালিস কেন্দ্র, অধিকারসহ অন্যান্যাদের তাদের নিজ নিজ বার্ষিক প্রতিবেদনেও উদ্বেগ প্রকাশ করেছে। এমত পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন, রাষ্ট্রীয় সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
ড. মিজানুর রহমান মনে করেন, নারায়ণগঞ্জে ৭ খুনের মামলা রায়ে প্রমাণ করেছে যে, আইন তার নিজস্ব গতিতেই চলবে; কোনো অযাথিত প্রভাব বা হস্তক্ষেপ কেউ প্রতিষ্ঠা করতে পারবেন না।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু