বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সার্ক ভালোভাবেই কার্যকর রয়েছে

২০১৬’র মধ্য নভেম্বরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন ইসলামাবাদে অনুষ্ঠানের কথা থাকলেও ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটানসহ কয়েকটি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে যোগদানে আপত্তি জানানোর পরে ওই শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়। এ অবস্থায় সার্কের ভবিষ্যৎ তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বলে মনে করা হয়। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের কার্যকারিতা শেষ হয়ে যায়নি; এটি ভালোভাবেই কার্যকর রয়েছে। বর্তমানে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে এক মতবিনিময় সভায় বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সার্কের মাধ্যমে অনেক কাজ করার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যকে এই অঞ্চলের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, কিভাবে দারিদ্র নির্মূল করার সম্ভব-সেই বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট