ভারতে তামিলনাড়ু রাজ্যে পশুক্লেশ নিবারণী আইনটির সংশোধন দাবী

তামিলনাড়ুতে রাজ্য জুড়ে তাগড়াই ষাঁড়কে পোষ মানানোর লড়াই ফের শুরু করবার অনুমতি চেয়ে বিক্ষোভ এমনই চেহারা নেয় যে শনিবার রাতে অর্ডিনান্স জারি করে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। কিন্তু তাতেও আন্দোলনকারীরা খুশি নয়। এখন দাবি, মূল করা হোক। দেখাদেখি, আসাম বলছে তাদের বুলবুলি পাখির লড়াইয়ের খেলার ওপরও তুলে নেওয়া হোক নিষেধাজ্ঞা।পশু-পাখী নিয়ে খেলা দেখানোর আমোদের কাছে চাপা পড়ে যাচ্ছে পশুদের যন্ত্রণাহীন জীবনের অধিকার। নৈতিকতাকে চাপা দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার ক্রমশ মেনে নিচ্ছে যা খুশি করবার জনপ্রিয় দাবী।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট