বাংলাদেশের মন্ত্রীসভা যৌতুক বিরোধী একটি আইনকে অনুমোদন দিয়েছে

বাংলাদেশের মন্ত্রীসভা যৌতুক বিরোধী একটি আইনকে অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী যৌতুকের জন্যে আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছর সশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত অর্থদন্ডে দন্ডিত করা হবে। তবে অর্থদন্ডের অংক কতো হবে তা বলা হয়নি। এছাড়া যৌতুকের জন্যে কোনো নারীকে মারাত্মক জখম করলে দায়ী ব্যক্তিকে যাবজ্জীবন অথবা অনূন্য ১২ বছর সশ্রম কারাদন্ড দেয়া যাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌতুকের জন্য আত্মহত্যা প্ররোচণায় মৃত্যুদন্ডের বিধান খসড়া আইনে রাখা হলেও শেষ পর্যন্ত তা কমিয়ে আনা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রীসভার বৈঠকের পরে জানান, আগের আইন ও অধ্যাদেশগুলো সমন্বয় করে নতুন এই আইন করা হচ্ছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট