রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের স্থানান্তরের যে পরিকল্পনা বাংলাদেশ সরকার নিয়েছে তার সাথে জাতিসংঘ একমত নয়

নিবন্ধিত এবং অনিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের নোয়াখালী জেলার হাতিয়ার একটি দুর্গম চরে স্থানান্তরের যে পরিকল্পনা বাংলাদেশ সরকার নিয়েছে তার সাথে জাতিসংঘ একমত নয়। তবে সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে, তারা ওই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে। রোববার কক্সবাজারে মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে পর্যটন শহর কক্সবাজারসহ ওই অঞ্চলের পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।তবে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন মনে করেন, জোর করে এই পরিকল্পনা বাস্তবায়ন সঠিক হবে না। তিনি বলেন, আমি নিশ্চিত বাংলাদেশ সরকার এবং আমরা এমনটি কখনই চাই না যে, রোহিঙ্গাদের জোর করে বা বন্দুকের মুখে স্থানান্তর করা হোক।এদিকে, বাংলাদেশ সরকারের এই পরিকল্পনার সাথে যুক্তরাষ্ট্রসহ বেশকয়েকটি দাতা দেশ এবং সংস্থা ভিন্নমত পোষণ করেছে। হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলোও সরকারের পরিকল্পনার ব্যাপারে সোচ্চার প্রতিবাদ জানাচ্ছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট