বিহারে মদ বন্ধের সুফল

এক বছর আগে নির্বাচনে জিতে ফের মুখ্যমন্ত্রী হয়ে নীতিশ কুমার বিহার জুড়ে নিষিদ্ধ করে দেন মদ বিক্রি। তার কি ফলাফল তা নিয়ে রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টে। বলা হয়েছে, রাজ্যে অপরাধ কমে গিয়েছে। যেমন, অপহরণ কমেছে ৬২%, খুন ২৮%, ডাকাতি ২৩%, ধর্ষণ ১০% ইত্যাদি। রাজ্যের ৪৪ লক্ষ মদ্যপায়ী মানুষ মদের পেছনে ব্যয় করত ৪৪০ কোটি টাকা। তা এখন খরচ হচ্ছে পরিবারের খাওয়া-দাওয়া আর ভোগ্যসামগ্রী কেনাকাটায়। মদ বন্ধ করে রাজস্ব কমেছে ৫,০০০ কোটি। তবে তা পূরণ করা গিয়েছে অন্যান্য জিনিষে কর বাড়িয়ে। বিহার সরকারের এই রিপোর্টে অবশ্য অনেকেরই সংশয়। কিন্তু, একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট