বাংলাদেশের আদালত জাপানী নাগরিককে হত্যা মামলার রায় দিতে যাচ্ছে

Bangladesh Islamic Militants

বাংলাদেশের একটি আদালত এই প্রথমবারের মতো ইসলামী জঙ্গীদের হাতে বাংলাদেশে নিহত কোনো বিদেশী নাগরিককে হত্যা মামলার রায় প্রদান করতে যাচ্ছে। ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরে নিহত জাপানী নাগরিক কোনিও হোসি হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার রংপুরের আদালতের বিচারক আগামী ২৮ ফেব্রুয়ারী রায় ঘোষণা দিন ধার্য করেছেন। ইসলামিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই হত্যাকান্ডের দায় স্বীকার করলেও সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই বলে তখন জানিয়ে দেয়া হয়। পরে পুলিশ স্থানীয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি’র ৬ সদস্যকে আসামী করে চার্জশিট দাখিল করে। এই পর্যন্ত গুলশান হলিআর্টিজান হামলায় নিহত ১৭ জনসহ মোট ১৯ জন বিদেশী নাগরিককে ইসলামী জঙ্গী সংগঠন হত্যা করে; আর পুলিশের ভাষ্য মোতাবেক যার প্রায়ই সবগুলোই ঘটিয়েছে জামায়াতুল মুজাহিদিন বা জেএমবি। যদিও আইএস এর দায় স্বীকার করেছিল। ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের আদালত জাপানী নাগরিককে হত্যা মামলার রায় দিতে যাচ্ছে