আমেরিকান সেন্টার আক্রমণের আরেক পলাতক গ্রেপ্তার

দেড় দশক আগে, ২০০২ সালের ২২ জানুয়ারী কলকাতার আমেরিকান সেন্টারে প্রহরারত পুলিশ কর্মীদের ওপর চলন্ত মোটর সাইকেল থেকে গুলি চালিয়েছিল দুই আক্রমণকারী। মারা যান ৬ পুলিসকর্মী, আহত হন ১৪ জন। এত দিনেও অপরাধীরা সকলে ধরা পড়ে নি। শনিবার বিহারের গয়া শহর থেকে ৬০ কিলোমিটার দূরের একটি জায়গা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বিহার ও ঝাড়খণ্ড পুলিশের একটি যৌথ দল গ্রেপ্তার করে ফেলে অন্যতম পলাতক মহম্মদ সারওয়ারকে। প্রথমে মেনে হয়েছিল, দুঃসাহসী ঐ আক্রমণের লক্ষ্য ছিল আমেরিকান সেন্টার। পরে বোঝা যায়, তা নয়, পুলিশদের ওপর আক্রমণ করাই উদ্দেশ্য ছিল। এত অনায়াসে শহরের বুকে পুলিশের ওপর এমন আক্রমণ আর ঘটে নি।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট